বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় মাথাসহ হরিণের তিনটি চামড়া উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বিষখালি নদীর তীরে বাদুরতলা এলাকা থেকে চামড়াগুলো উদ্ধার করে উপজেলার দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উদ্ধার হওয়া মাথা ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা পলাশ জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এগুলো মাটি চাপা দেওয়া হবে।
কোস্ট গার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিষখালি নদী থেকে হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে যায়। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি হরিণের মাথা ও তিনটি চামড়া উদ্ধার করা হয়।
সুন্দরবন থেকে শিকার করা হরিণের এসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলেও জানান কোস্ট গার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার মেহেদি হাসান।