বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পুলিশের অন্যতম এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিনিয়ত দেশের অপরাধ নিমূৃলের পাশাপাশি আইন শৃংখলা
রক্ষা ও দূর্যোগকালীন মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। এ কার্যক্রমের অংশ হিসাবে সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্নিঝড় আম্ফানের কারণে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে র্যাব।
র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি টিম ৩০ মে শনিবার সকাল ১০টায় বরগুনা জেলার সদর থানাধীন এলাকায় আম্ফানে ক্ষতিগ্রস্ত, গৃহহীন ও নি¤œ আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করা হয়। পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ ত্রান সাহায্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ, গৃহহীন ও দুস্থদের মাঝে বিতরন করা হয়। বিতরন করা ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাউল-৫ কেজি, ডাল-১ কেজি, চিনি-.৫০০ গ্রাম, তৈল-১ লিটার, সেমাই-১ প্যাকেট, পিয়াজ-১ কেজি, আলু-২ কেজি, চিড়া-.৫০০ গ্রাম।