বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।এটি আক্রান্তের রেকর্ড।এ নিয়ে জেলায় ২৭৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এবং মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শুক্রবার (৩০ মে) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ড্রাইভার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ৩ জন স্টাফ, স্বাস্থ্য বিভাগে কর্মরত ৭ জন, বরিশাল নগরীর বিভিন্ন এলাকার ৩৫ জন , বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্য, জেলা পুলিশের ২ জন সদস্যসহ মোট ৪৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।