বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর
চলতি বোরো মৌসুমে বরিশাল জেলার উজিরপুরে প্রন্তিক কৃষকদের কাছ থেকে সরকারী ভাবে ধান সংগ্রহের জন্য ৩১ মে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিস্বাস তার কার্যলয়ে উন্মুক্ত লটারীর আয়োজন করেন। লটারী ড্র অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন, উজিরপুর পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী। ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, উজিরপুর খাদ্য পরিদর্শক এল এস ডি আব্দুস সালাম প্রমূখ। উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের ও ১টি পৌরসভার তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৯৩৪ জন কৃষক বিজয়ী হয়েছেন তারা জন প্রতি ৩ টন করে ধান বিক্রি করতে পারবে সরকারের কাছে। সরকারী সিদ্বান্ত অনুযায়ী ২হাজার ৮শত মেট্রিক টন ধান ক্রায় করার সিদ্বান্ত নেয়া হয় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দামে। উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানিয়েছেন, সরকার কৃষকদের প্রনোদনা হিসাবে ভতুর্কি দিয়ে তাদের কাছ থেকে ধান ক্রায়ের সিদ্বান্তে সচ্ছতা হিসাবে লটারীর মাধ্যমে উজিরপুরের সরকারের কাছে সরাসরি ভাবে ৯৩৪ জন কৃষকের ভাগ্যে ধান সরবরাহের টিকিট জুটলো। উজিরপুর খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকারপুর এল এস ডি আব্দুস সালাম জানিয়েছেন, তালিকা তার কাছে পৌছানো মাত্রই তিনি ধান সংগ্রহর অভিযানে শুরু করবেন। ######