বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে সমাজকল্যান মন্ত্রনালয় অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয় ও অটিটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়া ও প্রতিবন্ধী বিদ্যালয় ও অটিটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ সুলতান আহমেদ মৃধা।
গতকাল ৩১ মে রবিবার সকাল ১০টায় ঈদগাহ মাঠ সংলগ্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু নাঈম উপস্থাপনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা লাইজু শিল্পী এর ব্যবস্থাপনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বিশিস্ট আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান মোহন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়ার ছেলে তাহের রহমান বিজয়, জেলা যুব রেডক্রিন্টের যুব প্রধান জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আল আমিন, শিক্ষক গুলশান আরা তমা ও কবিতা সিকদার প্রমুখ। শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। #