বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এমভি সুন্দরবন-৮ লঞ্চের সুপারভাইজারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সন্ধ্যায় র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অতিরিক্ত যাত্রী পরিবহন করে সংক্রামক রোগ প্রতিরোধ আইন লঙ্ঘন করায় ২৪ এর ১ ধারায় লঞ্চের সুপারভাইজার আনোয়ার হোসেনকে এ কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে সুপারভাইজারকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পটুয়াখালী নদী বন্দর থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে না গিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। এর ফলে লঞ্চে অবস্থান করা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে রাত সাড়ে ১০টার দিকে আনোয়ার হোসেন জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে প্রায় ৫ ঘণ্টা পর নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সকল লঞ্চ ছেড়ে যায়।