বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলায় আখের চারা রোপনকে কেন্দ্র করে মো. মোকছেদ (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ আসামীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যূ হয়। এর আগে রোববার (৩১মে) বিকেল সাড়ে ৩টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন হাওলাদার (২৪) ও রনি বেগম (১৯), লাইলী বেগমকে (৪৫) আটক করেছে বামনা থানা পুলিশ।
নিহতের পরিবার ও বামনা থানা সূত্রে জানা যায়, রোববার (৩১মে) বিকেল সাড়ে ৩টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা এলাকায় বেড়িবাঁধের জমিতে আখের চারা রোপন করেন মৃত আমজেদ হাওলাদারের ছেলে মোকছেদ (৪০)। এ সময় প্রতিবেশি মো. শাহিন হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) ও মেয়ে রনি বেগম (১৯), স্ত্রী লাইলী বেগমের (৪৫) সাথে কথা কাটাকটি হয়। এক পর্যায় সুমন মোকছেদের মাথায় গাব গাছের লাঠি দিয়ে আঘাতে করে। এতে তাৎক্ষনিক মোকছেদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বামনা থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে পাথরঘাটা ও কাঠালিয়া উপজেলা থেকে সুমন হাওলাদার (২৪) ও
রনি বেগম (১৯), লাইলী বেগমকে (৪৫) আটক করা হয়েছে।আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, মামলা প্রক্রিয়াধীন।