বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে লকডাউনে ও ঘূর্নিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবার ত্রান বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।
গত সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব ভবনের সামনে বস্তিতে আম্ফানে নৈশ প্রহরী নিতাই শীলের ভেঙ্গে যাওয়া বসত ঘরের ছবি তুলতে গিয়ে ১৫টি পরিবার সদস্যদের অমানবিক জীবনের দৃশ্য দেখা গেছে।এ হতদরিদ্ররা জেলা প্রশাসকের করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন ও ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ মোর্শেদা বেগম, শাহানাজ বেগম, লামিয়া আক্তার, রোকসানা আক্তার, সালেহা, সন্ধ্যা রানী, হনুফা বেগম, রুনু বেগম, হাজেরা বেগম, জুলেখা বেগম, রেহেনা আক্তার, জাকিয়া বেগম, দুলিয়া ও আলেয়া বেগমসহ ১৫ টি পরিবার ত্রান সহায়তা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। হতদরিদ্ররা জানায় দুই তিন মাস ধরে করোনার লকডাউনে এবং ঘূর্নিঝড় আম্ফানে তারা কোন সাহায্য সহযোগিতা পায়নি। সরকারের ত্রান নিয়ে আমাদের পাশের বস্তিতে বিতরন করে যায়। আমাদের বস্তি আড়ালে থাকায় আমরা ত্রান ও সাহায্য থেকে বঞ্চিত হচ্ছি। আপনারা আমাদের জন্য কিছু করেন। সরকারকে জানান, আমরা ত্রান প্ ানাই ইত্যাদি ….। এ বস্তিতে সন্ধ্যা রানীর বসত ঘরটি বন্যা ভেঙ্গেগেছে। সন্ধ্যা রানী তার স্বামী ও ছেলে মেয়ে নিয়ে এখন তাবু টানিয়ে কোন রকম থাকছে। সে সরকারের সাহায্য কামনা করেছেন।
বিষয়টি বিবেচনার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেফ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। #