বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কবে খুলবে তার কোন নিশ্চয়তা নাই। ঠিক এ সময়ে বরিশাল শিক্ষা বোর্ড ৯ম শ্রেণীর নিবন্ধন করার নোটিশ জারি করেছে। এ নোটিশ পেয়ে হতবাক হয়ে পড়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।
গতকাল ২ জুন বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে নোটিশটি জারি করেন। ২০ জুনের মধ্যে নিবন্ধনের ফিস বোর্ডে টিটি করতে হবে। সকল তথ্য ও ছবি আপলোড করতে হবে ৭ জুলাইয়ের মধ্যে।
এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বরিশালের অন্যতম প্রতিষ্ঠিত এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ৯ম শ্রণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের বিভাগ ঠিক করতেই সময় নেয় এক মাস। এরপর ৪র্থ বিষয়। স্কুল বন্ধ। অনেক শিক্ষার্থী বরিশালেই নেই। নিবন্ধনের জন্য আমাদের একটি ফরম তৈরি করা থাকে। নিবন্ধনের পূর্বে শিক্ষার্থীরা সেই ফরমটি পূরণ করে তার এবং অভিভাবকের স্বাক্ষর নিয়ে আসে। ফলে তথ্যে ভূল হবার সম্ভাবনা কম থাকে। কিন্তু এবার সেটি সম্ভভ হবে না। উপরন্তু একজন শিক্ষার্থী প্রতি ২১০ টাকা করে টিটি করতে আবে। এ স্কুলে দেড়শত শিক্ষার্থী জন্য যে টাকা প্রয়োজন সেটিও এ মুহুর্তে নেই। অনেক স্কুলে অর্থের অভাবে ঈদ বোনাস পর্যন্ত দিতে পারেনি। এখন ক্লাশ চালু থাকলে নিবন্ধন ফিস উঠানো যেত। এই করোনাকালীন দুর্যোগে কিভাবে নিবন্ধনের নোটিশ জারি করা হল তা বোধগম্য নয়। এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, আন্তঃ শিক্ষা বোর্ড নোটিশ দিয়েছে, তাই আমরাও দিয়েছি।