বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কিডনিজনিত রোগে আক্রান্ত শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাংবাদিকের চিকিৎসার্থে প্রসারিত করেছেন সহায়তার হাত। বরিশালের সাংবাদিক নেতাদের উপস্থিতিতে অসুস্থ সাংবাদিককে সিটি মেয়র এক লাখ টাকা সহায়তা দিয়েছেন। মঙ্গলবার এই টাকার চেক দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনের ছোটভাই গ্রহণ এনায়েত হোসেন গ্রহণ করেন মেয়রের প্রতিনিধির কাছ থেকে। দুঃসময়ে সিটি মেয়র সংবাদকর্মীর পাশে দাঁড়ানো ভুমিকায় অভিভুত হয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ।
সাংবাদিক নেতা মুরাদ আহম্মেদ ও কাজী মিরাজ মাহামুদ জানান, মোশাররফ হোসেনের কিডনি রোগে অসুস্থতার খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরে সিটি মেয়র তার খোঁজ-খবর রাখছিলেন। এবং এই বিষয়টি নিয়ে তিনি প্রতিদিনই অসুস্থ সাংবাদিকের পরিবার ও আমাদের সাথে আলোচনা করে নানান পরামর্শ দিতেন। এমনকি তার চিকিৎসার্থে পাশে দাঁড়ানোর প্রতিশ্রæতি দেন। মূলত সেই প্রতিশ্রæতির আলোকেই মঙ্গলবার অসুস্থ সাংবাদিককে তিনি এক লাখ টাকা সহায়তা দিয়েছেন।