বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মানবপাচারকারী চক্রের এক নারী সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে বরিশাল র্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার লোহাইর গ্রামের সেন্টু শিকদার (৪৫) ও যাত্রাবাড়ী গ্রামের নার্গিস বেগম (৪০)। সেন্টু শিকদার লিবিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা বশির শিকদারের ভাই।
বরিশাল র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা জানান, গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন আরও ১১ জন। বিষয়টি নজরে এলে র্যাব-৮ এর অধীনে ১১টি জেলার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মানব পাচারকারীদের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করে র্যাব। তদন্ত করতে গিয়ে র্যাব সদস্যরা মানবপাচারকারী চক্রের দুই সদস্যের সন্ধান পায়। এরপর তাদের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় মানবপাচারকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
এএসপি মুকুর চাকমা জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। অভিভাসন প্রত্যাশীদের বিদেশে নিয়ে যাওয়ার পর বাংলাদেশে অবস্থানরত তাদের নিকটাত্মীয়দের কাছ থেকে তারা টাকা উত্তোলনের দায়িত্ব পালন করতেন। গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।