বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে বোরো ধান সংগ্রহ কার্ষক্রমের উদ্বোধন করলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বৃহস্পতিবার (৪ইজুন) বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলা খাদ্য গুদামের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বোরো ধান সংগ্রহের ফিতা কেটে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান
রিন্টু, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়াজ মাখদুম, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডিসহ বিভিন্ন অতিথিরা এবং কৃষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এবার বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ক্ষুদ্র কৃষক ৩৭২ জন, মাঝারী কৃষক ১০৩
জন এবং বড় কৃষক ৭ জনসহ মোট ৪৮২ জন কৃষকদের কাছ থেকে মোট ৫৫৪০০০ কেজি
বোরো ধান সংগ্রহ করবে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়। প্রতিজন কৃষক এর নিকট থেকে ধান সংগ্রহ করা যাবে এর মধ্যে ক্ষুদ্র কৃষক এর কাছ থেকে ১ মেট্রিক টন ধান, মাঝারী কৃষক এর কাছ থেকে ১.৬ মেট্রিক টন ধান এবং বড়
কৃষক এর কাছ থেকে ২.৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি মন ধান সরকারি ভাবে ১০৪০ টাকা দরে ক্রয়করা হবে, এতে করে প্রজি কেজি ধানের মুল্য হবে ২৬ টাকা করে। এবার বরিশাল জেলায় ৮৮৫৬ মেট্রিক টন বোরো ধান সরকারি ভাবে প্রান্তিক কৃষক দের কাছথেকে ক্রয় করা হবে।