বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বহুল আলোচিত ফেসবুক, ইউটিউব ও সোশ্যাল মাধ্যমে ভাইরাল বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসা অফিস সহকারি ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ শহিদুল ইসলাম ওরফে আলাউদ্দিন-কে জুতার মালা পরানোর ঘটনায় মূলহোতা দড়িচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা রাড়ি ও সাবেক ইউপি সদস্য সাত্তার শিকদার-কে গ্রেফতার করেছে পুলিশ! আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক এর নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে মুলাদী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান!
উল্লেখ্য বরিশালের মেহেন্দীগঞ্জে মাওলানা আলাউদ্দিন ব্যাপারী নামে এক মাদ্রাসা
শিক্ষককে জুতার মালা গলায় ঝুলিয়ে চরম নাজেহাল করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, ২জন সদস্য ও ৪ জন সালিশদার। উপ বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে এমন বর্বর বিচার করেন স্থানীয় চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী।