বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল শেবাচিম হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) ভোরে ও সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌনে ১টার দিকে শেবাচিম হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার দেলোয়ার হোসেন (৪৫)। তিনি কভিড-১৯ পজেটিভ রোগে ভুগছিলেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।