পটুয়াখালীতে দুঃস্থদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরন অব্যাহত - The Barisal

পটুয়াখালীতে দুঃস্থদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরন অব্যাহত

  • আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৯:৫৪
  • 760 বার পঠিত
পটুয়াখালীতে দুঃস্থদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরন অব্যাহত
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস কোভিড ১৯ প্রতিরেধে কর্মহীন অসহায় মাবুষের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিট দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা ত্রান বিতরন করে আসছে।
উক্ত মানবিক সহায়তা ত্রান বিতরন কার্যক্রমের অংশ হিসাবে গতকাল ৫ জুন শুক্রবার বেলা ১১টায় রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিট কার্যালয়ের সামনে হতদরিদ্রদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন ইউনিটের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান মেঃ খলিলগর রহমান মোহন মিয়া। এ সময় তার সাথে ছিলেন ইউনিটের সহ সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, আবু নাঈম, জুনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসাইন, যুব ইউনিটের যুব প্রধান জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আল আমিন প্রমুখ। এ ত্রান বিতরন অব্যাহত থাকবে বলে বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিট পটুয়াখালীর সভাপতি ও জলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া জানান। #

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে
কলেজ শিক্ষকসহ দু‘জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকসহ দু‘জনের মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় এবং অপর জন জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রামে।
পটুয়াখালী আব্দুল করিম মৃধা (একেএম) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হোমিও প্যাথিক চিকিৎসক হাফেজ মতিয়ার রহমান (৬৫) বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন। গত বুধবার থেকে তিনি জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতালে তার নমুনা সংগ্রহ শেষে গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্তানে মুক্রবার দুপুরে তাকে দাফন করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাংগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়াও জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামে মজিবুর রহমান (৪৬) নামে একজন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান। তিনি ঢাকায় গাড়িচালাতেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কোভিড প্রটোকলে অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে ০৫ জুন পর্যন্ত জেলায় ২৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭৪ জন শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে আছে ১০৪৬ জন এবং ছাড়পত্র পেয়েছে ৪২৮৪জন। পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামনে আক্রান্তদের জন্য বেডের সংখ্যা রয়েছে ২২১টি। এর মধ্যে সরকারী বেড রয়েছে ১১০টি। চিকিৎসা সেবায় ৭৫ জন ডাক্তার ও ১০০ জন নার্স রয়েছে বলে জেলা করোনা সেল সূত্রে জানাগেছে। ##

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট