বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই কৃষক। শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মালেক ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই গ্রামের আলী ও কামাল।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে কয়েকজন কৃষক মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয় এবং আহত হন ওই দুই কৃষক। তবে আহতরা এখন সুস্থ আছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।