বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি ঃ
সারা বিশ্বে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ অকালৈ প্রান হারাচ্ছে।
বাংলাদেশও এই ভাইরাসের যথেষ্ট প্রকোপ দেখা দিয়েছে। পটুয়াখালীতে এই মহামারি ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা নাভানা কোম্পানীর সাথে যোগাযোগ করে ৩টি ভেন্টিলেশনের ব্যবস্থা করেন।
গতকাল ৭ জুন রবিবার বেলা ১১টায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের সামনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন এর হাতে নাভানা কোম্পানীর দেয়া তিনটি ভেন্টিলেশন হস্তান্তর করেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামীলীগ নেতা এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দেশের সকল বিত্তবানদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে ও করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করেন। তাহলে বাংলাদেশ স্বল্প সময়ে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন মোকাবেলা সম্ভব হবে। #