বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (০৭) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে তুলাতুলি মৎস্য ঘাটের স্থানীয়রা মেঘনা নদীতে ওই শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতলের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে আমরা একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত তার কোন নাম ও পরিচয় পাওয়া যায়নি। ওই শিশুটি জেলেদের নৌকা থেকে পরে নিহত হয়েছেন নাকি কেউ হত্যা করে নদীতে ফেলে রেখেছে এ বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে ।