বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনে মাদ্রাসার অফিস সহকারী জুতার মালা পড়িয়ে ঘোরানো এবং চাঁদা দাবির অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহামেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরকে ক্ষমতার অপব্যবহার করে জুতার মালা পড়িয়ে ঘোরানো এবং তা ভিডিও করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার বিষয়টি তদন্তে প্রমানিত হয়েছে। এটি প্রশাসনিক দৃষ্টি কোণ থেকে সমিচিনও নয়। এ জন্য মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ীকে তার পদ ধেকে সাময়িক বরখাস্ত করা হল।