বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রথমবারের মতো পারভেজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত দশটার দিকে তার রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা চিনময় হাওলাদার। সে শনিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে এ উপজেলায় আরও ২ জনের রিপোর্ট পজেটিভি এসেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি পৌর শহরের রহমতপুর এলাকায়। তারা দুইজনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা-৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।