বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবৈধভাবে সরকারী ঘাটলার খাল দখল করে ঘর নির্মান করার দায়ে ছয় ব্যবসায়ীকে আটক করে ত্রিশ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় অবৈধভাবে নির্মানকৃত বেশ কয়েকটি ঘর ভেঙ্গে ফেলা হয়।
জানা যায়, প্রাকৃতিক জলাধার সংরক্ষন আইন ২০০০ এর ৮ ধারা অনুযায়ী আটকৃকত মুরগী ব্যবসায়ী বশিরকে ৫ হাজার টাকা, জালাল মোল্লাকে ৫ হাজার টাকা, বেল্লালকে ৫ হাজার টাকা, ফেরদৌসকে ৫ হাজার টাকা, হারুনর রশিদকে ৫ হাজার টাকা এবং রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব ব্যবসায়ীর কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।