বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জালাল উদ্দিন আহমেদঃ আগামী ২ ডিসেম্বর সোমবার সকাল ১০টায়। ঐতিহাসিক শহীদ আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ কাউন্সিলকে
ঘিরে আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে কর্ম চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। এ সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা সম্মেলন প্রস্তুত কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি করে দায়িত্ব বন্টন করা হয়েছে। এ উপ-কমিটি সমূহ কর্মব্যস্ততায় দিন কাটাচ্ছে। ইতিমধ্য সম্মেলন স্থল ঐতিহাসিক শহীদ আলাউদ্দিন শিশু পার্ক বিশাল প্যান্ডেল নির্মানের কাজ চলছে। আশপাশের এলাকা বিভিন্ন রং-বে-রংয়ের পতাকা ও ফেস্টুন দিয়ে সাজানো হচ্ছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধা সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল
হাসানাত আবদুল্লাহ, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান সাবেক এমপি, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সদস্য গোলাম রাব্বানী চিনু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ.ফ.ম বাহাউদ্দিন নাসিম (সাবেক এমপি)। বক্তব্য রাখবেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, মোঃ মহিব্বুর রহমান এমপি, অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এস.এম শাহজাদা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়। সম্মেলনে সভাপতিত্ব করবেন
জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রঅ আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া এমপি। সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।