বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশে সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমিত রোগী ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম রোগী বরিশাল বিভাগে।১১ জুন সকাল ৮ পর্যন্ত প্রাপ্ত তথ্য হাল নাগাদ করে এ তালিকা প্রকাশ করেছে আইইডিসিআর।
শুক্রবার (১২ জুন) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ওয়েবসাইটে প্রকাশিত জেলাভিত্তিক সর্বশেষ তথ্য বলছে, শুধু রাজধানীতেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৫৬৫ জন। এই মুহূর্তে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে এমন মোট করোনা আক্রান্ত রোগী আছেন অন্তত ৩২ হাজার ৩৫৫ জন এবং বরিশালে ৫৭১ জন।আইইডিসিআর -এর সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে মোট ৩২ হাজার ৩৫৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। যার মধ্যে শুধু ঢাকা শহরেই রোগীর সংখ্যা ২২ হাজার ৫৬৫ জন।
অন্য বিভাগের তুলনায় করোনা রোগীর সংখ্যা কিছু কম বরিশালে। এ বিভাগে শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত রোগীর সংখ্যা ৫৭১ জন। এ বিভাগের বরগুনা জেলায় ৮৪ জন, ভোলায় ৯০ জন, বরিশালে ২০৫ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৪৪ জন এবং ঝালকাঠি জেলা করোনা রোগীর সংখ্যা ৪৯ জন।