২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা শনাক্ত - The Barisal

২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা শনাক্ত

  • আপডেট টাইম : জুন ১৪ ২০২০, ২৩:৩৮
  • 851 বার পঠিত
২৪ ঘন্টায়  বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা শনাক্ত
সংবাদটি শেয়ার করুন....

২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।আক্রান্ত‌দের ম‌ধ্যে পু‌লি‌শের ৮ সদস্য, একজন চি‌কিৎসক, ২ জন নার্স র‌য়ে‌ছে। আজ শনাক্ত হওয়া ৫২ জন সহ অদ্যাবধি এ জেলায় ৯২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

অপর‌দি‌কের২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৪৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ কোন মৃতু্য ছিল না।

অদ্যাবধি এ জেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলাধীন ৬ জন, উজিরপুর উপজেলার ৪ জন ও বাবুগঞ্জ উপজেলার ১ জনসহ মোট ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৮ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ২ জন নার্স ও ২ জন স্টাফসহ ৫ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত রুপাতলি এলাকার ৬ জন, কালুশাহ সড়ক এলাকার ৩ জন, নতুন বাজার এলাকার ২ জন, কলেজ রোড, কালিবাড়ি রোড, ভাটিখানা, আলেকান্দা, ২৪ নং ওয়ার্ড, নাজির মহল্লা, কাশিপুর, কাউনিয়া, সিএন্ডবি, কাটপট্টি প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, সদর উপজেলাধীন বিভিন্ন এলাকার ৫ জনসহ মোট ৪১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৭৪৩ জন, উজিরপুর উপজেলায় ৩৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৫ জন, হিজলা উপজেলায় ০৬ জন, বানারীপাড়া উপজেলায় ২০ জন, মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ২০ জন, আগৈলঝাড়া উপজেলায় ১১ জন করে মোট ৯২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শনাক্ত হওয়া ১ জন চিকিৎসক, ২ জন নার্স ও ২ জন স্টাফসহ মোট ৫ জন মিলিয়ে অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট