বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ \
সু চিকিৎসা এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রির দাবিতে মানববন্ধন করেছে বাসদ। বিভাগীয় শহর বরিশালে সরকারী উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগের পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করা, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু কর সহ সকল হাসপাতালে করোনা রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা সহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ন্যুনতম ১শত বেডের আইসিইউ চালুর করার ৪টি দাবী জানিয়ে মানববন্ধন পথ সভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা ।
আজ (১৫ই) জুন সোমবার বেলা ১২ টায় বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখা সদস্য সচিব ডা. মনিষা চক্রবতী। তিনি বলেন,
করোনা প্রতিরোধের জন্য বরিশালে প্রশাসনের সাথে কারো কোন সমন্বয় নেই। এমনকি বরিশালের এত বড় একটি হাসপাতাল থাকা সত্বেওও সেখানে করোনা রোগী বহন করার মত একটি এ্যাম্বুলেন্স পাওয়া যায়না।
মনিষা চক্রবতী বলেন বরিশাল বিভাগীয় শহরের মত স্থানে একটি পিসিআর ল্যাব ও একটি নমুনা ল্যাব রয়েছে যেখানে শত শত মানুষ স্বাস্থ্যবিধি নামেনে নমুনা পরিক্ষার জন্য অবস্থান করে আরো ঝুকিপূর্ণ করে তুলছে।
মনিষা আরো বলেন বরিশালের একটি ল্যাব দিয়ে বিভাগের ছয়টি জেলার করোনার চিকিৎসা চলছে। আমাদের দেশের মত অথর্ব চিকিৎসা ব্যবস্থা পৃথিবির অন্য কোন দেশে আছে বলে তার জানা নেই।
তাই বরিশালের সকল জেলার হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও নমুনা বুথের সংক্ষা বৃদ্ধি করার পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবী জানান অন্যথায় এই দাবীগুলো পুরন করা নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের মহানগর প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম ও নুর“ল হক প্রমুখ।