বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে করোনা উপসর্গ নিয়ে এবিএম খলিলুর রহমান নামের এক শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খলিলুর রহমান বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি ভোলা জেলার সহকারী (প্রাথমিক) শিক্ষা কর্মকর্তা ছিলেন।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস.এম মনিরুজ্জামান জানান, করোনা উপসর্গ নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় করোনা ওয়ার্ডে ভর্তি হন এবিএম খলিলুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।