বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥
সদ্য প্রয়াত নারী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবীদ, সংগঠক বেগম সাহান আরা আবদুল্লাহ্’র আত্মার শান্তি কামনায় বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর ৭ নং গল্লির গুচ্ছগ্রাম কালভার্ট সংলগ্ন পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৭ দিন ব্যাপী কর্মসূচী সোমবার দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। মরহুমা সাহান আরা আব্দুল্লাহ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক, (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বরিশাল জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আ’লীগের উপদেষ্টা ছিলেন। ১৯৭৫ সালের ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংশ হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। ওইদিন ঘাতকের নির্মম বুলেটে তার শিশুপুত্র শুকান্তবাবু প্রান হারায়। তিনিও সেদিন গুলিবৃন্ধ হয়ে আহত হয়েছিলেন। প্রখ্যাত ওই নারী মুক্তিযোদ্ধা ও রাজনীতিকের আকর্ষিক মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় পলাশপুর ৭ নং গল্লির গুচ্ছগ্রাম কালভার্ট সংলগ্ন এতিমখানায় ৭দিন ব্যাপী কুরআনখানী ও কর্মসূচির শেষ হয়েছে সোমবার দোয়া মোনাজাতের মাধ্যমে। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথম দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মাওঃ নুরুল ইসলাম ফিরোজী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি চাঁন মিয়া,শ্রমিক লীগের সভাপতি মালেক হাওলাদার এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ জহিরুল ইসলামসহ এম.আর.মন্টুসহ শিক্ষক-ছাত্র অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।