বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। এদিকে একই সময়ে রেকর্ড শনাক্তের দিনে ১৩শ’ ছাড়িয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৮ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন।