বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের ভিজিডির চাল আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বেলা ১ টা দিকে উপজেলা আলীপুরা ইউনিয়নের ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটির কাছে স্বাক্ষ্য দিয়ে উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আলীপুরা ইউনিয়নের প্রায় শতাধিক ভুক্তভোগীরা। মিছিলে অংশ নেন আলীপুরা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে ৬১৫ জন সুফলভোগীর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের চাল আত্মসাতের অভিযোগ পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জুন বুধবার দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন সরজমিনে তদন্তে আসেন। তদন্তের কার্যক্রমে স্বাক্ষ্য দেয়া শেষে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শতাধিক ভুক্তভোগী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ও ভুক্তভোগী একাধিক জানায়, ইউপি চেয়ারম্যান তার পক্ষে স্বাক্ষী দেয়ার জন্য লোক ভাড়া ও চাল দেয়ার প্রলোভন দেখিয়ে উপজেলা পরিষদের সামনে লোক জড়ো করে মিথ্যা স্বাক্ষী দেয়ানোর চেষ্টা করে।
আলীপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগী লাকি বেগমের সাথে। তিনি জানান তাকে চেয়ারম্যান চাল দেবেন বলে উপজেলা পরিষদের সামনে আসতে বলেছেন। ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী রনজিৎ বলেন, তার পরিবার ৩ মাসের চাল পাননি। অথচ চেয়ারম্যান তাকে তদন্তকারী কর্মকর্তার কাছে চাল পেয়েছি বলে স্বাক্ষ্য দিতে বলে উপজেলা সদরে নিয়ে এসেছেন বলে তিনি জানান।
সরেজমিনে গিয়ে চেয়ারম্যানের পক্ষে স্বাক্ষী দিতে আসা ভুক্তভোগীদের স্বাক্ষাৎকার নিতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন বাধা দেন । সেই সাথে ভিডিও স্বাক্ষাৎকার নিতেও বাধা দেন এবং কোন ভুক্তভোগীকে সাংবাদিকের কাছে বক্তব্য দিতে চাপ প্রয়োগ করেন।