বরিশালে আসছেন ৭জন, যাচ্ছেন ৫জন - The Barisal

পদোন্নতিপ্রাপ্ত ২২৫ এসপিকে নতুন কর্মস্থলে বদলি

বরিশালে আসছেন ৭জন, যাচ্ছেন ৫জন

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২০, ১৯:০০
  • 789 বার পঠিত
বরিশালে আসছেন ৭জন, যাচ্ছেন ৫জন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের এসপি (পুলিশ সুপার) সমমর্যাদার ২২৫ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এই কর্মকর্তারা এ বছরের বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে আগের পদেই (অতিরিক্ত পুলিশ সুপার) চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়। এই ২২৫জনের মধ্যে বরিশালে পদন্নতি প্রাপ্ত হয়ে আসছেন ৭জন এবং বরিশাল থেকে বদলী হয়েছেন ৫জন। অবশ্য একজন বরিশালে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার থেকে বরিশালেই উপ পুলিশ কমিশনার পদে পদন্নতিপ্রাপ্ত হয়েছেন।
যে ৭জন এলেন
পুলিশ সুপার পুলিশ ব ̈ুরো অব ইনভেস্টিগেশন,বরিশাল জেলায় যোগদান করবেন মোঃ হুমায়ুন কবির, বিপি-৭৮০৫১০৬৫৩৩। তিনি ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার, নৌ-পুলিশ ইউনিটে কমর্তরত ছিলেন। বরিশাল মেট্রোপলিটনে পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগে(সিআইডি) যোগ দিচ্ছেন রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ হাতেম আলী, বিপি-৭৬০৫১১৯৭৮৬। বরিশাল মহানগরীর উপ-পুলিশ কমিশনার পদে পদন্নতি পেয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বরিশাল মহানগরী পুলিশ খান মুহাম্মদ আবু নাসের, বিপি-৭৪০৬০১১০৭৪, উপ পুলিশ কমিশনার পদে আসছেন গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান, পিপিএম, বিপি-৭৭০৬১১৯৭১৩ , মোহাম্মদ মহিউল ইসলাম, বিপি-৭৯০৬১১৯৭৮২অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ, ঢাকা, তিনি বরিশালে কমান্ড ̈ান্ট (পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগ দিচ্ছেন। মোঃ কামরুজ্জামান, বিপি-৭৮০৫১১৯৭৫১অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, বান্দরবান, পটুয়াখালী জেলার পুলিশ সুপার পুলিশ অব ̈ব্যুরো অব ইনভেস্টিগেশন এ যোগ দিচ্ছেন। পিরোজপুর জেলায় পুলিশ ব ̈ুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ সুপার হিসাবে আসছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুলইসলাম, পিপিএম, বিপি-৭৮০৬১২৪৩৭৭।

বরিশাল থেকে যে ৫জন বদলী গেলেন
মোঃ ছালেহ উদ্দিন, বিপি-৭৪০৩০২৭৮১১অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বরিশাল মহানগরী পুলিশ, বরিশাল। তিনি যাচ্ছেন কমান্ড ̈ান্ট (পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরে। মোঃ ফয়েজ আহমেদ, বিপি-৭৯০৬১১৯৭২১অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয় বরিশাল, তিনি বদলী হয়েছেন পুলিশ সুপার হিসাবে বিশেষ শাখা(এসবি), বাংলাদেশ পুলিশ ঢাকায়। মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, বিপি-৭৯০৬১০৯২৪০অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, বরিশাল, তিনি উপ-পুলিশ কমিশনার হিসাবে রাজশাহী মহানগরী পুলিশে বদলী হয়েছেন। মোঃ রেজাউল করিম, বিপি-৭৬০৬১১৯৭৭৬অতিরিক্ত পুলিশ সুপার, ১০ম এপিবিএন, বরিশাল, তিনি সিরাজগঞ্জে পুলিশ সুপার পুলিশ ব ̈ুরো অব ইনভেস্টিগেশন হিসাবে বদলী হয়েছেন। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, তোফায়েল আহম্মেদ, বিপি-৭০০৫১০৪৭৫১ বদলী হয়েছেন খুলনায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে পুলিশ সুপার হিসাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট