বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী স্মরনে পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে জেলার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ লক্ষ গাছের চারা বিতরন ও রোপন কর্মসূচী সফল বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী পুরো বাস্তবায়ন কার্যক্রম ভবিষ্যত প্রজন্মের জন্য তুলে ধরা এবং অবহিত করার জন্য জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “বঙ্গবন্ধু স্মরনে, সবুজের শরণে” প্রাাশনাটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
১৮ জুন বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেমায়েত উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, যুব ভলান্টিয়ার মোঃ রায়হান প্রমুখ। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম, হাবিবা মজুমদার, মাসুমা বেগম, মোঃ ইবরেন আল জায়েদ হোসেন, অমিত রায়, তানভীর হোসেন, হাসান মোহাম্মদ শোয়াইব, মোঃ আলাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান, মোঃ এরফান উদ্দিন, দিলারা আক্তার, রুনাল্ট চাকমা, ডিপ্লোমেসি চাকমা, মানস দত্ত ও মোঃ গোলাম সরোয়ারসহ সাংবাদিকবৃন্দ।
প্রকাশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ২০১৯ সনের ০১ আগস্ট পুরো শোকের মাসে পর্যায়ক্রমে জেলার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলার চার লক্ষ ৬৩ হাজার ৪৮ জন ছাত্র-ছাত্রীকে দুটি করে গাছের চারা বিতরন ও রোপন করা হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং এ মহতি কর্মযজ্ঞ ধরে রাখার লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “বঙ্গবন্ধু স্মরনে, সবুজের শরনে” প্রাাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #
বাউফলে ঈগল লঞ্চের ধাক্কায় নৌকার
এক যাত্রী নিহত\ নিখেঁাজ – ২
পটুয়াখালী প্রতিনিধিঃ ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী ডবল ডেকার লঞ্চ ঈগল এর ধাক্কায় খেয়া নৌকার যাত্রী আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আসলাম শরিফ ও জান্নাত নামের এক দম্পতি নিখেঁাজ রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার হোসেন এর বাড়ি কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে আসা ঈগল লঞ্চটি নুরাইনপুর ঘাটে নোঙর করার সময় লঞ্চঘাট সংলগ্ন খেয়া নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় খেয়া নৌকায় থাকা ১০/১২ জন যাত্রী পানিতে পড়ে যায়। আনোয়ার হোসেন পানিতে ডুবে মারা যান এবং আসলাম ও জান্নাত নামের এক দম্পতি নিখেঁাজ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখেঁাজ দম্পতির সন্ধান পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###