বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\ কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের কনস্টেবল আবু সাঈদ (২২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। গত ১১জুন নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ চিন্ময় হাওলাদার এতথ্য নিশ্চিত করেছেন। কনস্টেবল আবু সাঈদের রিপোর্ট পজিটিভ আসায় আতংকিত হয়ে পরেছেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনে দায়িত্বরত পুলিশ সদস্যরা। সকলে ঝঁুকির মধ্যে রয়েছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ সুৃত্রে জানান, কনস্টেবল আবু সাঈদ কক্সবাজার টুরিষ্ট পুলিশ থেকে বদলী হয়ে গত ৮জুন কুয়াকাটায় এসে যোগদান করেন। এখানে যোগদানের পর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় শাররীক অবনতি হলে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।