বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
৯৬ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ আলেকান্দা গাজী বাড়ী এলাকায় এই অভিযান চালান তারা।
আটক মাদক বিক্রেতা মো. শাহিন হাওলাদার (৩৩) আলেকান্দা গাজী বাড়ীর বাসিন্দা আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা শাহিনকে আটক করা হয়।
এই ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।