বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২জন পুলিশ সদস্য রয়েছেন।আজ শনাক্ত হওয়া ৩৪ জন সহ অদ্যাবধি এ জেলায় ১১২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ্য হয়েছে ২জন। কেউ মারা যায়নি বলে তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সিএন্ডবি এলাকার ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অপরদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলার ১ জন করে ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কলেজ এভিনিউ এলাকার ২ জন, পলিটেকনিক রোড, চাঁদমারি, নাজির মহল্লা, গোরস্থান রোড, শীতলা খোলা, কাউনিয়া, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য, জেলা পুলিশের ৩ জন সদস্য, আর্মস পুলিশে কর্মরত ১ জন সদস্য, নৌ পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৫ জন নার্স, ২ জন স্টাফসহ ৭ জন, সদর উপজেলাধীন দিনারের পুল এলাকার ১ জন সহ মোট ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।