বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের শিশু সন্তানের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯ জন নতুন করে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত ২৩৩ জন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় তার উপজেলায় ২ জন করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ১৬ জনের করোনা পজিটিভ আর সুস্থ হয়েছেন ৫জন।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ পর্যন্ত জেলায় ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ জন।