বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজস্ব প্রতিবদক ॥ বরিশাল নগরীতে দিন দিন প্রাণঘাতী করোনা সংক্রমন বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের ভ্রাম্যমান মোবাইল কোর্টের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসাবে শনিবার জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমদ এর তত্ত্বাবধানে বরিশাল মহানগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ নাজমূল হুদা।
সেনা বাহিনীর সহযোগীতায় এসময় সরকার ঘাষিত স্বাস্থ্যবিধি লংঘিত করার অপরাধে ও শারীরিক দূরত্ব উপেক্ষা করায় তপন ও বিনয় চক্রবর্তীকে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিক বরিশাল মহানগরীর বিভিন্ন শপিংমল ও বাজার স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার খোলা রাখার অনুমতি প্রদান করা হয়েছিল।
কিন্তু ব্যবসায়ীরা শর্ত চুক্তি অমান্য করে চকবাজার একটি কাপড়ের দোকানে কোন বিক্রয়কর্মীর মুখ মাস্ক ছিলনা বিধায় উক্ত দোকান মালিককে সংক্রামক রোগ প্রতিরাধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাইট ও লংমার্চ জুতার দাকানের মালিকক বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক সরবরাহ না করার দায়ে একই আইনে প্রত্যককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নতুল্লাবাদ বাদ স্টান্ড, সদর রোডসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয় ব্যাপক সচতনতা সষ্টি করা হয়। পাশাপাশি ৭ ব্যক্তিক স্বাস্থ্যবিধি অমান্য করায় দ-বিধি বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকাল জেলা প্রশাসকের মোবাইল কোর্ট আইনশৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আহাদ খান সহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা বলন, বর্তমান কেরানা সংক্রমন থেকে দূরে রাখা সহ সচেতনতা ও জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থকে এ ধরনের ভ্রাম্যমান মোবাইল কার্টের অভিযান অব্যাহত থাকবে।