বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরী থেকে এক ভুয়া সংবাদিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কোতয়ালি মডেল থানাধীন ধান গবেষণা এলাকার একটি বাসা থেকে মোঃ মাসুদ আলম (২৬) নামর ওই ব্যক্তিকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ কখনও কখনও নিজকে এসডি টিভির বরিশাল বিভাগ ব্যুরো চিফ আবার কখনও সিকিউরিটি কোম্পানির মালিক পরিচয় দিয়ে আসছিলেন।
এছাড়াও সে নিজকে শিল্পপতি পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবৎ সহজ সরল লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয় বিকাশর মাধ্যম অর্থ আত্মসাৎ করে আসছে। র্যাবের একটি দায়িত্বশীল ফোর্স শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব সূত্র জানায়- কথিত এসডি টিভির চেয়ারম্যান তাফিজ উদ্দিন ওরফে সবুজ শাহী’র প্ররোচনায় ও যোগসাজাশে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক নিয়োগ দেওয়ার নামে মাসুদ আলম প্রচার চালিয়ে আসাসহ আইডিকার্ডও দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়। এসব অভিযাগের ভিত্তিতে শুক্রবার রাতে ধান গবেষণা রোডর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অনুমাদনহীন এসডি টিভি চ্যানেলের আইডিকার্ড সংবলিত ছবি এবং ম্যাসঞ্জারপ কথোপকথনের ১২ টি স্ক্রিনশট উদ্ধার করা হয়।
গ্রপফতারর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াসহ সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে।
আজ শনিবার দুপুর এক ইমেইল বার্তায় র্যাব এই বিষয়টি নিশ্চিত করে জানায়, এই ঘটনায় মাসুদকে বরিশাল কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।