বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহর ঘেষা লাউকাঠী নদীর উত্তর পাড়ে দুইটি ইটভাটার ট্রলি, লড়ি ও নসিমন চলাচলের কারনে খলিশাখালী ব্রীজ হতে ডিসি পার্ক হয়ে পূর্ব দিকে সরকারী গোডাউন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বিধ্বস্ত খানা খন্দ রাস্তা পাকা করন এবং ইট পরিবহনে ট্রলি, লড়ি ও নসিমন চলাচল বন্ধের দাবীতে খলিশাখালী খেয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খলিশাখালী গ্রামের শত শত মানুষ।
শুক্রবার বেলা ১১ টায় খলিশাখালী গ্রামবাসীর মানববন্ধন পালনকালে উক্ত দাবীতে বক্তব্য রাখেন খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেঃ সামসুল হক, মোঃ হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোবাহান হাওলাদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসকাম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাসেদুল হাসান অনু, আবুল তালুকদার, মোহন মৃধা, মজিবুর রহমান, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রভাবশালী দুই ব্যক্তির পরিচালিত দুইটি ইট ভাটায়, ঘণবসতি এলাকায় পরিবেশ যেমন দূষিত করে, তেমনি নদীর দক্ষিনপাড়ে শহরসহ শহরের জনগুরুত্বপুর্ন ২৫০ শয্যা হাসপাতাল, ফায়ার সার্ভিস, ডিসি অফিস, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কর অফিস, পাওয়ার হাউজ, আবুল কাসেম স্টেডিয়াম, খামার বাড়িসহ বেসররজারী ক্লিুিনক সমূহ ক্ষতিগ্রস্থ হচ্ছে। জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত ইট ভাটা সংলগ্ন ডিসি পার্ক এ আসা ছোট ছোট শিশুরা বায়ু দূষনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে বিধ্বস্থ রাস্ত পাকা করন এবং ইট ভাটা দুটি বন্ধ করাসহ ট্রলি, লড়ি, নসিমন চলাচল বন্ধ করার জন্য জেলা প্রশাসকসহ উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান। #