বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ধলু সরদার (৫২) নামক ধর্ষক কর্তৃক ৬ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিন ধারান্দি এলকায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাারত আছে।ভিকটিম ধরান্দি নূরানী ক্যাডেট মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী।
ধর্ষণের শিকার শিশুটির মা কান্না জড়িত কন্ঠে জানান, তার স্বামী ব্রুনাই প্রবাসী। প্রতিমাসের ন্যায় এ মাসেও স্বামী সংসার খরচের টাকা ব্যাংকে পাঠায়। বাসায় ছেলে ও ৬ বছরের মেয়েকে রেখে পার্শ্ববর্তী ইউনিয়নের খারিজ্জমা সোনালী ব্যাংক শাখায় টাকা উত্তলন করতে যায় তিনি। পরে টাকা উত্তোলন করে বাড়ি ফিরে আসেন তিনি। এসময় ঘরের মধ্যে ছেলেকে মোবাইল চালানোয় ব্যস্ত দেখতে পেলেও মেয়েকে না দেখতে পেয়ে ডাকাডাকি ও খোঁজা খুজি করতে গিয়ে বাড়ির পাশে ঝুপরি বেড়ার মধ্যে শব্দ শুনে সামনে এগিয়ে দেখতে পান প্রতিবেশী ধলু তার ৬ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ করছে। মাকে দেখে ধলু লুঙ্গি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি যদি একটা বার জানতাম আমার শিশু মেয়ে ধর্ষণ হবে আমি জীবনেও টাকা তুলতে ব্যাংকে যেতাম না। ধলু প্রভাবশালী। আমরা মামলা করবো। আমি ধলুর বিচার চাই।
প্রতিবেশী আবদুল জব্বার জানান, ধর্ষণের শিকার শিশুটি বাড়ির বাহিরে বসে খেলতে ছিলো। তার ভাই ঘরের মধ্যে মোবাইল চালানোয় ব্যস্ত ছিলো। সুযোগ বুঝে ধর্ষক ধলু শিশুটিকে বাড়ির পাশের ঝুপড়ির মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। কমলাপুর ইউনিয়নের দক্ষিন ধারান্দি এলাকার বাসিন্দা মৃত্যু হাকিম আলী সরদারের ছেলে ধর্ষক ধলু সরদার।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, একটি শিশু এসেছে, তাকে ভর্তি করা হয়েছে। পরীক্ষা না করে সঠিক কিছু বলা যাবে না।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ জানান, বিষয়টি মাত্র শুনলাম। ঘটনাস্থলে পুলিশ পৌছানোর পরে বিস্তারিত বলা যাবে। ##