বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভা এলাকায় আইন শৃংখলা রক্ষায় মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চোর, ডাকাত, প্রতারক, ডিজিটাল অপরাধসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করনে পৌরসভা এলাকাকে নয়টি ভাগে বিভক্ত করে প্রতি বিটে তিন করে পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে।
শুক্রবার বিকালে পটুয়াখালী সদর থানার ইনচার্জ আখতার মোর্শেদ সরকারী বালিকা বিদ্যালয় রোডস্থ ৪ নং বিট, লঞ্চঘাট ৩ নং বিট, কলাতলা রোড ৮ নং বিট, ব্রীজের টোলঘর এলাকায় ৯নং বিট, তিতাস মোড় ৪নং বিট, চরপাড়া ৬নং বিট উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন ওসি তদন্ত মোঃ হুমায়ুন, ওসি অপারেশন মোঃ জসিম উদ্দিন, এসআই বিপুল হালদার, এসআই রতন কুমার হাওলাদার, এসআই হানিফ, এসআই হান্তিুর রহমান, এসআই গোলাম কুদ্দুস, এসআই হাসান বশির, এসআই আমিনুল ইসলাম, এসআই মাসুদ, এসআই নাসির, এসআই ইব্রাহিমসহ এএসআইবৃন্দ। উপস্থিত ছিলনে কাউন্সিলর কাজল বরন দাস, কাউন্সিলর আলাল ও বিট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিট পুলিশিং কার্যালয়ে সার্বক্ষনিক দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারগন স্ব স্ব এলাকার আইন শৃংখলা রক্ষায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ও দমনে কমিউনিটি বেইজ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করবেন বলে ওসি আখতার মোর্শেদ জানান। এ ব্যাপারে তিনি এলাকার জনগনের সহযোগিতা কামনা করেন। #