সোমবার থেকে ২টি ওয়ার্ডে লকডাউন! - The Barisal

বাস্তবায়ন নিয়ে কাউন্সিলরদের সংশয়

সোমবার থেকে ২টি ওয়ার্ডে লকডাউন!

  • আপডেট টাইম : জুন ২০ ২০২০, ২০:৪৬
  • 885 বার পঠিত
সোমবার থেকে ২টি ওয়ার্ডে লকডাউন!
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার ॥ আগামী সোমবার থেকে বরিশাল মহানগরীর ২টি ওয়ার্ডে কার্যকর হতে পারে লকডাউন। তবে ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা জানিয়েছেন, লকডাউন কার্যকর করতে তাদের প্রস্ততি নেই। এর ফলে প্রাথমিকভাবে ২টি ওয়ার্ডে লকডাউন বাস্তবায়ন নিয়ে শংশয়ের সৃষ্টি হয়েছে।
বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি রেড জোন ঘোষিত হলেও আপাতত ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল সিটি করপোরেনশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল সভা করে এ সিদ্ধান্ত নেন। আগামী সোমবার থেকে দুই ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হতে পারে বলে জানা গেছে।
বিসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- নগরীর রেড জোন হিসেবে চিহ্নিত ওয়ার্ডগুলো লকডাউন বাস্তবায়নে সিটি কর্পোরেশন করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা কমিটির সদস্যরা ভার্চুয়াল সভা করেছেন।
সভায় লকডাউন চলাকালীন স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা, নৌপথ ও সড়কপথে যানবাহন চলাচল নিয়ন্ত্রন, জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়াসহ সংশ্লিষ্ট বিষয় করনীয় সম্পর্কে আলোচনা হয়। প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলো লকডাউন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন বলেনে, তিনি শুনেছেন তার ওয়ার্ড লকডাউন করা হবে। কিন্তু কবে-কিভাবে লকডাউন হবে, সে সম্পর্কে কিছুই জানেন না। তার এলাকায় ভোটার সাড়ে ৫ হাজার। মেট্রোপলিটন পুলিশ কার্যালয়, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, পানি উন্নয়ন বোর্ড, আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের মত গুরুত্বপূর্ন দপ্তর তার ওয়ার্ডে। লকডাউনের আগে অবশ্যই সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ ওয়র্ডে ৮১জন করোনায় আক্রান্ত। স্বাস্থ্য বিভাগের উচিৎ ছিল আক্রান্তদের তালিকা প্রদান করা, যাতে সতর্ক বৃদ্ধি করা যায়। স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিস্টদের লকডাউন নিয়ে কতটুকো প্রস্তুতি আছে তা তার জানা নেই। এর বাস্তবায়ন হবে কি-না তা নিয়ে শংকিত এ কাউন্সিলর।
২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃ আনিছুর রহমান বলেন, বিসিসি মেয়র বৃহস্পতিবার রাতে তিনিসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে লকডাউনের বিষয়ে কথা বলেছেন। সম্ভাবত আগামী সোমবার থেকে তার এলাকা লকডাউন হবে। এজন্য তারা স্থানীয়ভাবে বসে করণীয় বিষয়ের সিদ্ধান্ত নিবেন। কাউন্সিলর জানান, তার ওয়ার্ডে ভোটার ১৭ হাজার। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪২জন। লকডাউন কিভাবে বাস্তবায়ন করা হবে, জনগন কি প্রস্তুতি নিবে এ বিষয়ে সিভিল সার্জন কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোন দিক নির্দেশনা দেয়া হয়নি। পুলিশ টাকা খেয়ে করোনা রোগীদের ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেন এ কাউন্সিলর। লকডাউন হলে জনগনকে খাবার পৌছে দেয়া, অসুস্থ্য হলে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং মানুষকে ঘরে ঘরে আটকে রাখা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট