বরিশাল ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৪৭ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৪৭ জন সহ অদ্যাবধি এ জেলায় ১১৭১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। একজন রোগি মারা গেছেন। এ নিয়ে ১৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেল।
অপরদিকে জেলায় করোনা আক্রান্ত ১০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৯৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২ জন পুলিশ সদস্যসহ বাবুগঞ্জ উপজেলার ৬ জন, ২ জন পুলিশ সদস্যসহ বানারীপাড়া উপজেলার ৩ জন, মুলাদী ও গৌরনদী প্রত্যেক উপজেলার ১ জন করে ২ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ৩ জন, প্যারারা রোড, রুপাতলি, কালী বাড়ি রোড, নিউ সার্কুলার রোড, চাঁদমারি, কাউনিয়া, কোতোয়ালি থানা কোয়ার্টার, ভাটিখানা প্রত্যেক এলাকার ২ জন করে ১৬ জন, মুসলিম গোরস্থান, আলেকান্দা, বাংলাবাজার, কলেজ এভিনিউ, ব্যাপ্টিস্ট মিশন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, আরআরএফ এ কর্মরত ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্স, সদর হাসপাতালের ১ জন চিকিৎসক সহ মোট ৪৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।