বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রায় কোটি নাগরিকের হাতে থাকা লেমিনেটেড ‘সাময়িক জাতীয় পরিচয়পত্র’র মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, ৯০ লাখেরও বেশি ভোটারের হাতে এ ধরনের ‘সাময়িক জাতীয় পরিচয়পত্র’ রয়েছে।
বর্তমানে প্রায় ১১ কোটি ভোটার রয়েছে। ২০০৮ সাল থেকে ভোটারদের এনআইডি দেওয়া হচ্ছে। এর মেয়াদ ১৫ বছর। স্মার্ট কার্ড বিতরণ শুরু পর আপদকালীন লেমিনেটেড সাময়িক সনদ দেওয়া হচ্ছিল গেল দুই বছর।