শেরেবাংলার করোনা ওয়ার্ডে ১১ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু - The Barisal

শেরেবাংলার করোনা ওয়ার্ডে ১১ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

  • আপডেট টাইম : জুন ২১ ২০২০, ১৮:৩৫
  • 777 বার পঠিত
শেরেবাংলার করোনা ওয়ার্ডে ১১ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

১১ ঘণ্টার ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ৩ জন করোনা রোগীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, রোববার দুপুর দেড়টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৩ বছর বয়সী শিশু আল মামুন। সে বরগুনার পাথরঘাটার বহরপুর গ্রামের মো. বারেকের ছেলে। ২০ জুন রাত ৩টায় করোনার উপসর্গ নিয়ে তার স্বজনরা মেডিকেলে ভর্তি করেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

দুপুর আড়াইটায় করোনায় আক্রান্ত ৬০ বছরের বৃদ্ধ লুৎফর রহমান করোনা ওয়ার্ডে মারা যান। সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদপাশা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। গত ২ জুন দুপুরে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

সকাল সোয়া ৯টায় করোনা ওয়ার্ডে মারা যান ৪০ বছর বয়সী গৃহবধূ শিউলী আক্তার। সে ঝালকাঠির গুয়াটন এলাকার ইকবাল হোসেনের স্ত্রী। ২০ জুন রাত সাড়ে ১২টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

গেল ২০ জুন রাত ৩টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত ৬০ বছরের বৃদ্ধ মো. জয়নাল। সে পটুয়াখালীর বাউফলের মৃত আফসার আলীর ছেলে। গত ১৮ জুন রাত ৯টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

রাত আড়াইটায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত ৫০ বছর বয়সী আইউব আলী। সে ঝালকাঠির রাজাপুরের গালুয়া এলাকার মৃত আমজেদ আলীর ছেলে। ১৮ জুন তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

২৯ মার্চ থেকে রোববার পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ জনের পজেটিভ রিপোর্ট আসে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট