বরিশাল ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
১১ ঘণ্টার ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ৩ জন করোনা রোগীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, রোববার দুপুর দেড়টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৩ বছর বয়সী শিশু আল মামুন। সে বরগুনার পাথরঘাটার বহরপুর গ্রামের মো. বারেকের ছেলে। ২০ জুন রাত ৩টায় করোনার উপসর্গ নিয়ে তার স্বজনরা মেডিকেলে ভর্তি করেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
দুপুর আড়াইটায় করোনায় আক্রান্ত ৬০ বছরের বৃদ্ধ লুৎফর রহমান করোনা ওয়ার্ডে মারা যান। সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদপাশা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। গত ২ জুন দুপুরে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
সকাল সোয়া ৯টায় করোনা ওয়ার্ডে মারা যান ৪০ বছর বয়সী গৃহবধূ শিউলী আক্তার। সে ঝালকাঠির গুয়াটন এলাকার ইকবাল হোসেনের স্ত্রী। ২০ জুন রাত সাড়ে ১২টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
গেল ২০ জুন রাত ৩টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত ৬০ বছরের বৃদ্ধ মো. জয়নাল। সে পটুয়াখালীর বাউফলের মৃত আফসার আলীর ছেলে। গত ১৮ জুন রাত ৯টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাত আড়াইটায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত ৫০ বছর বয়সী আইউব আলী। সে ঝালকাঠির রাজাপুরের গালুয়া এলাকার মৃত আমজেদ আলীর ছেলে। ১৮ জুন তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
২৯ মার্চ থেকে রোববার পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ জনের পজেটিভ রিপোর্ট আসে।