বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ২১ জুন রবিবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন কাঠালতলি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী মোঃ নাসির হাওলাদার (৪৫) কে আটক করেছে র্যাব। তার বিরুদ্ধে পটুয়াখালী মির্জাগঞ্জ থানার হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে (মির্জাগঞ্জ থানার মামলা নং-৫/৪৪ ধারা-১৪৩,৪৪৭,৪৪৮,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৩০৭,৩৮০,৩৫৪,৪২৭,৫০৬ দন্ডবিধি)। আটককৃত আসামীকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। নাসির হাওলাদার একই উপজেলার ভিখাখালী গ্রামের মৃতঃ মোছের হাওলাদার এর ছেলে বলে র্যাব জানায়।