বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। গতকাল ২১ জুন রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনিরে সঞ্চালনায় জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তব্য পটুয়াখালীতে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর অঅলম শিপন। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, পায়রা বন্দরের পরিচালক(ভূমি) মোঃ আতিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশরী শাহ মোঃ মোকাদ্দাস, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম, পরিবেশ বিভাগের শেখ কামাল মেহেদী, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, পরিবেশ নেতা ওমরে আজম, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর কাজল বরন দাস প্রমুখ। সভায় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।