বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরের ইন্দুরকানীতে ইমন হাওলাদার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার গাবছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হাওলাদার পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন বেশ কিছুদিন ধরে ইন্দুরকানী উপজেলায় নানা বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু নানা বাড়ির কেউ ওই প্রেমের সম্পর্কে রাজি ছিলেন না।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমন। তিনি খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ইমনের সঙ্গে পাশের বাড়ির এক মেয়ের প্রেম ছিল। কিন্তু পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। ধারণা করা হচ্ছে- এ কারণেই ইমন আত্মহত্যা করেছেন।