বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলা প্রতিনিধি ॥ ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হককে রাতে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে রাত সাড়ে ৮টায় তাকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি রোববার (২১ জুন) আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
তিনি জানান, রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যালে এবিএম মাহমুদুল হকের চিকিৎসা দেওয়া হবে।
১২ জুন থেকে মাহমুদুল হক করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান রেজাউল।
উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে মাহমুদুল হককে ভোলা থেকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আইএসপিআর।