বরিশাল ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৫১জন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। এর মধ্যে একদিনে গৌরনদীতেই আক্রান্ত হয়েছে ১৫জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২জন এবং সুস্থ্য হয়েছেন ৫ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা ২। এ নিয়ে এ জেলায় ১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বরিশাল জেলায় নতুন করে ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় ১২২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৫১ জনের মধ্যে ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনশিয়েটিভস থেকে ১৩ জন এবং শেবাচিম হাসপাতালে ৩৮জন সনাক্ত হয়েছে।