বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
dav
পটুয়াখালী প্রতিনিধিঃ সুদের সুদ চক্রবৃদ্ধি সুদের টাকার জন্য শতাধিক কলাগাছসহ পেপে ও রেন্ট্রি গাছ কেটে ফেলে তচনছ করেছে সুদ কারবারি সন্ত্রাসীরা। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়নের পশ্চিম ভায়লা গ্রামে।
ক্ষতগ্রস্থ সেলিম মৃধা ও তার স্ত্রী সেলিনা বেগম জানান, আনুমানিক তিন চার বছর পূর্বে সুদ ব্যবসায়ী আফজাল সিকদারের কাছ থেকে মাসে ১২৫০ টাকা সুদে ২৫ হাজার টাকা কর্জ করে দীর্ঘ তিন বছর অধিক সময় সুদসহ আসল টাকা পরিশোধ করেন দিনমজুর সেলিম মৃধা। উক্ত সময়ে সুদসহ আসল টাকা পরিশোধ করার পরেও সুদ ব্যবসায়ী আফজাল আরও ১৫ হাজার টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিতে বিলম্ব হওয়ায় ঘটনার দিন ২১ জুন রবিবার আনুমানিক বিকাল ৪ টার দিকে সুদ ব্যবসায়ী আফজাল সিকদার তার সন্ত্রাসী ভাই ও ভাতিজাদের নিয়ে দেশী তৈরী ধাড়ালো রাম দা ও দাও সহ লাঠি সোটা নিয়ে শতাধিক ফলিত কলাগাছ ও কয়েকটি রেন্ট্রি এবং পেপে গাছ কেটে তচনছ করে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। এ সময় ঢাকায় কর্মরত দিন মজুর সেলিম মৃধার স্ত্রী সেলিনা বেগম সুদী কারবারি আফজাল গংদের হাত পা ধরে বাধা নিষেধ করলে দুর্বৃত্তরা তাকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চর, থাপ্পর, কিল ঘুষি ও লাথি মেরে মেরে ফুলা জখম করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা বলেন, গাছ লাগানো মৌসুম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেককে তিনটি করে গাছ লাগাতে বলেছে, সেই মুহুর্তে গাছ কেটে ফেলা গুরুতর অন্যায়, এর বিচার হওয়া উচিত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্থ সেলিম মৃধা জানান। এ ব্যাপারে আফজাল সিকদার এর বড় ভাই রাজ্জাক সিকদারকে ফোন দিলে সে ফোন রিসিভ করেন। তারকাছে তার ছোট ভাই আফজাল সিকদারের ফোন নাম্বার চাইলে সে গাছ কাটার ব্যাপারে ফোন দিয়েছেন বলে ফোন সংযোগ কেটে দেন। উক্ত গাছ কাটার ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। #